🏵সন্ধ্যা🏵
অথই নূরুল আমিন

সন্ধ্যা একটি সময়ের নাম
সন্ধ্যা নামের একটি মেয়ে
সন্ধ্যা মানে দিনের ইতি
রাখাল ফিরে গান গেয়ে।

সন্ধ্যা পূজা, দিচ্ছে কেউ
ঘরে ঘরে জ্বেলে প্রদীপ
সন্ধ্যা হলে পাখিরা সব
চলে আপন আপন দ্বীপ।

সন্ধ্যা সময় ব‍্যবসায়ীগণ
দিয়ে যায় প্রদীপ ধোয়া
জীবনের খাতায় সন্ধ্যা হলে
চিরতরে সবই যাবে খোয়া।