দিন দিন বেড়ে চলছে
নিত্য পণ্যের দাম
সাধারণ মানুষ হতাশ
নেই কোনো কাজ কাম।

সরকার বলে যাচ্ছে
দেশে উন্নয়নের জোয়ার
বিরোধী দল করছে
শুধু রোদন হাহাকার।

বিভিন্ন নেতারা বলছে
টকশো যারা করছে
নদী ভাঙ্গা গোংগানী

কবি বলছে ভালো নেই
দেশের দেশের সু বিচার
শব্দ গুলো নীরব খনি।
24/09/2023