🏠 সংসার জীবনের হিসাব
কবিঃঅথই নূরুল আমিন..
জীবন শুরু থেকে জীবন নয়
তখন তো খেলাধুলা করেছিলাম
মাঝে মাঝে গভীর কান্নাকাটিও,
অল্প অল্প করে হেসেও ছিলাম।
মধ্য বয়সের জীবন, না এটা তো
আস্ত একটা ঘোড়াবাহী সওয়ারের মতো
রক্তের গরমে, রাগে ক্ষোভে ; পাক্কা বধ্য
একধরনের গোয়ার ছিলাম, সব তো।
এরই মাঝে বিয়ে, এরই মাঝে সংসার
তারপর আর কি স্ত্রী, পুত্র কন্যা সন্তান
বৃদ্ধ বয়সে সেই শিশু কালের মতো
অল্প হাসি আর দির্ঘ কান্নার সমান।
একেবারেই সত্যি, আজ কেউ নেই পাশে
স্ত্রী টা বড় বেপরোয়া, যেন অবাধ্য কীট’র
সংসার জীবনের হিসাব সবটাই মাজনী সম
জীবনের ভিত্তিটাই যেন নদী ভাঙ্গা সিডর।