যুক্তি

কবিঃঅথই নূরুল আমিন

মানুষ ছাড়া সবার কাছে
মুদ্রা যেমন মূল্যহীন
অন্ধের কাছে ঠিক তেমনি
সোনার সুন্দর হয় বিলীন।

অসত্যের কাছে সবসময়
সত্য যেমন বেমামান
মুর্খের কাছে ঠিক তেমনি
বিদ‍্যান লোকের অসম্মান।

বৈঠা বিহীন জল যান
নৌকা যেমন গতিহীন বেহাল
নেশাখোর যূবকেরা সব
এক কথায় জ্ঞান শূন্য কংকাল।