কামরুন নেসা লাভলী
আমি তোমায় ভালোবাসতে পারি না
আমি তো অনায়াসে মেঘ ভালোবাসি
বৃষ্টির রিমঝিম ভালোবাসি,
কঠিন খরায় এক ফোটা শ্রাবন ধারায়
আমার আকূতি চলে দিন রাত
মিনতি করি কখন আকাশ তার শরীর ভেঙে
মাটিকে করবে সিক্ত মনকে করবে অবিরত
তবু ও তোমায় ভালোবাসতে পারিনা
অথচ বন্যা তুমি সেই পানি,
পানিতেই তোমার উৎপত্তি
আমি তো নদী,জল,সমুদ্র ভালোবাসি
তবুও তোমায় ভালোবাসি না
তুমি আমার স্নেহের ভাই-বোন, মা-বাবা
আমার নিকট সব-সব নিমিষেই তোমার
অন্তগভীর গহ্বর নিয়ে নাও
সমুদ্রের সফেন ঢেউ বুকের মধ্যে কতশত
সপ্নীল আশা জাগায় ———-
অথচ তোমার বেগবান ধারা কি নিষ্ঠুরভাবে
নিঃশ্ব করে সব ———
কত যত্ন করে মা সন্তানকে আগলে রাখে
আমি বেঁচে গেলে ও —-
আহা ! আমার বাছাধন আছে তো বেঁচে
কোথাও নেই আশ্রয় ছুটছে বেগবান
তোমার ধারা
কেন্দ্র গুলোতে জীব,মানুষের কোনমতে ঠাঁই —
খাবার নাই, নাই ওষুধ পথ্য
দিন দিন শুধু ভয় কি জানি কি হয়?
অথচ বন্যা তোমার নিঃশ্বাসে নির্বাক
তুমি কেড়ে নিলে সব
জানতো আমরা বীরের জাতী
রক্ত দিয়ে দেশ করেছি স্বাধীন
তোমার ও জানি হবে অবসান
কিন্তু সময়ের ব্যাবধানে তুমি
কেড়ে নিলে আমার অতীত ইতিহাস
আমার ভেঙে যাওয়া পুতুলের হাতটাতে
আর কখনই ওকে আদর করতে পারবোনা
আমার বাবার দেয়া সেই পিড়ানটা
এখন তোমার গহ্বরে জানি এসব
টুকরো কথা,তুমিতো বন্যা —
ঘরবাড়ি, মসজিদ, মন্দির, চিকিৎসায়
উপাসনালয় কোথায় নেই তোমার বিচরন
বলতো,তোমার হিংস্রতায় পুড়ে পুড়ে
ছাই আমি, আমরা
অবশেষে বুঝতে পারি বিধাতার খেলা
কে পারে না বুঝতে প্রভুর লীলা খেলা ।।
অনেক সুন্দর