আল আমিন ইসলাম,জেলা প্রতিনিধ রংপুরঃবর্ষার মৌসুম প্রায় শেষের দিকে তবুও বৃষ্টির দেখা মেলেনি রংপুর অঞ্চলের কৃষকদের। অবশেষে শরতের শুরুতেই শুরু হলো বৃষ্টি। রংপুর অঞ্চলের লক্ষ লক্ষ কৃষক আমন ধান রোপনের জন্য বৃষ্টির দিকে তাকিয়ে ছিল।আমন রোপনে পানি অনেক গুরুত্বপূর্ণ‌। উত্তর অঞ্চলের কৃষকরা গত ২৫ দিন থেকে বৃষ্টির প্রয়োজন বোধ করছিল। গত ২৫ দিনে অনেকেই কৃত্রিম সেচের মাধ্যমে আমন ধান রোপণ করেন, এতে কৃষকদের পানি খরচ ৩গুন বেড়ে যায়। যার ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকগণ আমন রোপন করতে সক্ষম হয়নি।অবশেষে শরতের শুরুতে বৃষ্টি শুরু হল এবং যারা আমন ধান রোপন করেননি, তারা আজকে ধান রোপন শুরু করে দিয়েছে। যারা আগে ধান রোপণ করেছিল তাদেরও পানির খুব প্রয়োজন ছিল। অবশেষে উত্তরাঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটল। বিশেষ করে রংপুর অঞ্চলের কৃষকদের মুখে।