এস. এম. মাসুম, নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে গত ২০ অক্টোবর, ২০২৩ তারিখে অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের উদ্যোগে চিতলমারী উপজেলার মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের উপদেষ্টা ও চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহাতাবুজ্জামান শেখ এবং অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৌরভ শেখ। -এর আগে অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, পাঠাগার উদ্বোধন এবং অ্যালেক্স বড়বাড়িয়া শাখার কমিটি গঠনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অ্যালেক্স মানব কল্যান যুব সংঘের অন্যতম সদস্য এ্যাডভোকেট মাসুম শেখ –এর তত্ত্বাবধানে আজ চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামের হাজী আশ্রাফুজ্জামান হাফেজিয়া মা্দ্রাসা ও এতীমখানা, এ্যাড. হাসিব শিকদার হাফেজিয়া মা্দ্রাসা ও এতীমখানা এবং শান্তিখালী দূর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়। এ ঘটনায় শান্তিখালী গ্রামের সর্বস্তরের জনগণ অ্যালেক্স মানব কল্যান যুব সংঘকে সাধুবাদ জানান।