রিফাত হোসেন মেশকাত,আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে এক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে।অভিযুক্ত নারী  ইউপি সদস্য পরীবানু আক্তার  উপজেলা কাঠাঁবাড়ি শান্তিরমোড়  মহল্লায় বাসিন্দা । তিনি সোনামুখী ইউনিয়ন পরিষদের  (৪,৫,৬) ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। নারী ইউপি সদস্য এমদাদুল হক বাবু নামের এক ব্যক্তির কাঁঠালবাড়ি মৌজার ২৭ শতক ফসলি জমি জোর করে দখলে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় একাধিকাবার সালিশি বৈঠক হলেও ওই জমি ফেরৎ দিচ্ছেন না বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। জমির হিস্যা চাইতে গেলেই ভয়ভীতিসহ হত্যারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভূক্তভোগী পরিবারের।স্থানীয় বাসিন্দা ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কাঠালবাড়ি গ্রামের এমদাদুল হক বাবুর ২৭ শতক জমি নারী ইউপি সদস্য পরিবানু আক্তার জোর করে দখলে নিয়েছেন। এঘটনায় ভূক্তভোগী এমদাদুল হক বাবু  ও ইউপি সদস্য স্থানীয় মাতবরদের নিয়ে গ্রামে বৈঠক বসেও কোন সুরহা না হলে বিষয়টি নিয়ে পরে দুই পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বসা হয়। সেখানেও তিনি ভূক্তভোগীদের জমি ফেরৎ দেননি নারী ইউপি সদস্য পরিবানু। এরপর থনাতে সালিশ বৈঠক বসে। সেখানে পুলিশসহ উপস্থিত লোকজনের সামনে নারী ইউপি সদস্য ও তাঁর স্বামী ভূক্তভোগীদের জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।ভুক্তভোগী এমদাদুল হক বাবু বলেন, পরিবানু ও তার স্বামী ক্ষমতার জোরে আমাদের জমি দখল করে খাচ্ছে। জমি চাইতে গেলে তারা বিভিন্ন দরবারে আমার বাবা এবং আমাকে হত্যা করার হুমকি দেই। আমি এর সঠিক বিচার চাই।

নারী ইউপি সদস্য পরিবানু বলেন, আমি কোন ক্ষমতার দাপট দেখাইনি, তাঁরা আমাদের কাছ থেকে কোন জমি পাবে না। বিষয়টি মিমাংসার জন্য একাধিক বার দরবার সালিশ করেও তাঁদেরকে বোঝানো যাচ্ছে না যে তাঁরা কোন জমি পাবে না। তাঁর পরেও আবার নোটিশ করা হবে পরিষদে বসার জন্য। আমি বা আমার স্বামী তাঁদেরকে কোন হুমকি ধুমকি দেইনি।সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম বলেন, বিষয়টি নিয়ে আমি দুইপক্ষকে ডেকেছিলাম। তাঁরা আমার কোন রায় মানেনি। এবং নারী ইউপি সদস্য কোন ক্ষমতার অপব্যবহার করেনি।