মেহেদি হাসান,ঢাকা কলেজ প্রতিনিধিঃঅস্ট্রেলিয়া যাত্রা শুরু করল ঢাকা কলেজের এলামনাই অ্যাসোসিয়েশন।বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের বহু প্রাক্তন শিক্ষার্থী জীবনের তাগিদে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়াতে। কোন ধরনের ডাটাবেজ না থাকায়। অস্ট্রেলিয়া বসবাসরত ঢাকা কলেজের অ্যালার্ম নাইনের সদস্য একসাথে জড়ো করা সিডনিতে সেই কাজটি সম্ভব হয়েছে। প্রথমবারের মতো ঢাকা কলেজের অ্যালার্ম নাইনের পরিবার বসেছিল গল্প আর আড্ডায়। যেখানে ছিলেন ১৯৬৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত শিক্ষার্থীরা। কয়েক যুগ আগে ফেলে আসা বন্ধুদেরকে ফিরে পেয়েছিলেন অনেকেই মেতে উঠেছিলেন আনন্দ আর স্মৃতিচারণে। সিডনির রগ ঢেলে হিমালয়ের রেস্তোরায় মূল মঞ্চ জড়ো হয়েছিলেন ঢাকা কলেজের প্রাক্তনেরা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত সমস্বরে গেয়ে অনুষ্ঠান শুরু হয়।স্মৃতিচারণ পর্বে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা আব্দুল্লাহ তুলে ধরেন তৎকালীন কলেজ ব্যবস্থা সহ নানা পর্ব।এই পর্বে প্রফেসর ডক্টর আলী গাজী তুলে ধরেন ঢাকা কলেজ শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস।স্মৃতিচারণের পর ক্রেস্ট প্রধান সহ নানা ধরনের আয়োজন ছিল, কলেজ জীবনের কথা বলতে গিয়ে সবাইকে ছুঁয়ে যায় আবেগ।দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ পর্বে ছিল এলাম নাইনের কেক কাটা আর ছবি তোলা। তারা পরিশেষে বলেন আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে এই মিলন মেলা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ঐতিহাসিক বিদ্যাপীঠ ঢাকা কলেজ
Related Posts
ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে
মোঃউজ্জল হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার,…
১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।
বগুড়া প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত…