মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অদ্য ১/৫/২৪ ইং রোজ বুধবার কিশোরগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও সভা-পরবর্তী রেলি বের করে শহরের বিভিন্ন স্হান পদক্ষীন করে ঐতিহাসিক রথখলা ময়দানে এসে শেষ হয়। কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হকের সভাপতিত্বে ও মোঃ ফেরদৌস মিয়ার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুশতাক আহমেদ শাহীন, জেলা মৎস্যজিবী দলের সদস্য সচিব শ্যামল মিল্কী, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ শফিক, নাদীম মাহমুদ হারুন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মহান মে দিবসের গুরুত্বপূর্ণ তাতপর্য তুলে ধরেন এবং আগামী দিনে দলের স্বার্থে সকল কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।