উচ্চপ্রু মারমা, রাজস্হলী রাঙ্গামাটিঃ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)এর আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার ( ১১ সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা,২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও
উদ্দেশ্য ,মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি,নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নিবার্হী অফিসার শান্তনু কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, মহিলা সদস্যা ছালমা আক্তার, বাপ্পী দেব প্রমুখ। নারী সমাবেশ এলাকার বিভিন্ন পাড়ার নারী নেতৃবৃন্দ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের শিক্ষিকাগণসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারী সমাবেশে উপজেলা নিবার্হী অফিসার শান্তনু কুমার দাশ বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেটিকে মাথায় রেখে এলাকায় প্রতিটি পাড়ায় পাড়ায় সরকারের মহৎ কায্যক্রম গুলো জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরো বলেন শিশুকে সু শিক্ষায় শিক্ষিত করে তোলা বিকল্প নেই বলে জানান।