সিনিয়র স্টাফ রিপোর্টার, মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু):

বিএনপি’র গণমিছিলে ‘ক্রিকেট অঙ্গন’ ব্যানার নিয়ে অংশগ্রহণ ও গতকাল ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান সঞ্চালনা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি হিসেবে লম্বা সময় ধরে কাজ করা কিশোরগঞ্জের সন্তান দেবব্রত পাল দেবু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

সাম্প্রতিক সময়ে দেবু বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। গতকাল আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকীর যে অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে বিসিবির কয়েকজন পরিচালক ও সরকারী মহল আপত্তি তুলায় এবং বিভিন্ন অদৃশ্য চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সাবেক কৃতি ক্রিকেট খেলোয়াড় দেবব্রত পাল দেবু ১৪টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ২৭টি প্রথম শ্রেণি, ৬০টি লিস্ট ‘এ’ ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদকের দায়িত্বও সাফল্যের সাথে পালন করে আসছেন তিনি দীর্ঘদিন ধরে।

ছাত্রজীবন থেকে বিএনপির সক্রিয় কর্মী স্নেহভাজন দেবুর প্রতি শুভ কামনা রইল। স্বৈরাচারের পতন ঘটিয়ে দিন বদলাবে নিশ্চয়ই। দেশনেত্রি বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান নিশ্চয়ই দেবুর এই ত্যাগের মুল্যায়ন করবেন যথাসময়ে।