কবি কামাল মাহমুদ জয়

এই মনে প্রাণে শুধু আল্লাহ,
তাঁরই পথে চলার চেষ্টা সর্বদা।
জীবনের প্রতিটি শ্বাসে তাঁর নাম,
সেই আলোয় জীবন করি অভিরাম।

তাঁর স্রষ্টা মহিমা সীমাহীন,
তাঁর রহমতেই জীবন সুন্দর ও অমলিন।
আশ্রয় খুঁজি তাঁরই দয়ার মাঝে,
পথ দেখান তিনি আঁধারের সাজে।

এই হৃদয় জুড়ে কেবল তাঁর ভালোবাসা,
তাঁরই কাছে হাত পেতে চাই আশ্রয় আশা।
যে দিকেই তাকাই, দেখি তাঁরই চিহ্ন,
তাঁরই সুরায় ভরে থাকি নিত্য প্রতিদিন।

আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার প্রিয়,
তাঁর পথেই আমার জীবন হয়ে উঠুক সার্থক ও পবিত্র।