আশফিকা আঁখি
১.
আমার দেশের কাঁটাতারে
লাশ ফেলোনা নির্বিচারে।
২.
ফেলানী বা স্বর্ণা দাশ
দেখতে চাই না একটি লাশ।
৩.
সীমান্তে সংঘাত কেন
বন্ধুরাষ্ট্রে গুলি কেন?
৪.
বন্ধু যদি শত্রু হয়
একপক্ষে মৈত্রী নয়।
৫.
বন্ধু দেশের সকল বাঁধ
নিয়ম মেনে খোলা থাক।
৬.
আমার দেশের সীমানা
হোক নিরাপদ আঙিনা।
৭.
সকলের সাথে বন্ধুত্ব
কারো সাথে বৈরিতা নয়
সুসম্পর্ক থাকবে বজায়
কিন্তু তা দাসত্ব নয়।
আশফিকা আঁখি
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।