–মাহফুজা রহমান
সমস্যা বিরল
চোখ টলমল,
ঘোলাটে দখল
মহতা মাতাল!
চারিদিক স্তব্ধ
ঘনকালো শব্দ,
অশ্রুরাই লব্ধ
সব ধন জব্দ!
অবুঝ শিশুটি
করে কান্নাকাটি,
ভেঙে দিলে ছুটি
যাবেনা স্কুলটি!
গুলি করে মারা
ভয়ে আত্মাহারা,
বুঝাবেযে কারা
পড়ো মনা ছড়া!
রইবেনা দুঃখ
আসবেই লক্ষ,
নিশানাথ প্রেক্ষ
আগামীর বক্ষ!
তোমরাই সব
ভবিষ্যত পথ,
বুড়োদের রথ
হারাবেই মত!