কলমে: পূজা নস্কর

তোর চোখের ইশারায় আমার হৃদয় ভাঙার গল্প,
যৌবনের প্রেমে উত্তাল সমুদ্র ভয়ঙ্কর সুন্দর,
কলেজ ক্যাম্পাসে চায়ের উষ্ণ ধোঁয়ায় কথার বুনন,
পসেই পারে বসা হয় না কত কাল
হতাশায় নিমজ্জিত সেই শব্দ,
মুঠো ভরে বাঁচার জন্য সুখ ।
মুঠো ভোরে ভিক্ষা চেয়েছিলাম,
তুমি বলে ছিলে যোগ বিয়গের খেলা।

এক লহমায় বৃষ্টি ভেজা দিন,কত স্বপ্ন ভাঙার শব্দ
আর ফিরে আসো নি,
আটপৌরে ছেড়ে আধুনিক মোড়কে লুকিয়ে গেছ।

আর চাই না মনে আসুক বিষাক্ত দিনের স্মৃতি,
যা কেবল ধ্বংশ করে দেয় অস্তিত্ব।