জয় করবো স্বাধীনতা ও সার্বভৌমত্ব

চলো সহস্র পথ হেঁটে ভেঙে ফেলি পৃথিবীর সব নষ্ট সভ্যতা
সব পথে করি সুখের আয়োজন
পরের তরে করি কল্যাণ
জবা আর হাস্নার ঘ্রাণে ছুটে চলি সমবেতে
অপবিত্রতার স্নান সেরে গায়ে মাখি সু-ঘ্রাণ
ব্যর্থতা পেছনে ফেলে সফলতার দেশে চলি সৌন্দর্য সহবাসে।

চলো মানুষ হই!দূরের পথের বৈষম্য দূর করে
দুঃখগুলি জলের সমুদ্রে ভাসিয়ে তেপান্তর হতে নিয়ে আসি অনবদ্য সুখ
ভাবনায় উৎস হতে নিয়ে ফিরি বাস্তবতার ছোঁয়া
বাংলার জমিন আর হতে না দেই কারবালা ফিলিস্তিন
দুর্বার আন্দোলনে এসো জয় করি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আমাদের প্রেম

বিকেলের সমস্ত রোদে তোমার হাসি
মায়াবি সন্ধায় তোমার অনুভব
হেমন্তের ঘ্রাণে তোমাতে মুখ লুকাই
তোমাকে পেয়ে আলোর সন্ধানে মিঠে গেছে পথ হাঁটা
মধুর আলিঙ্গনে সারাটা সময় জুড়ে সুখের নাচন
বড্ড আনন্দ মনে চাঁদের সার্কাসে ঝুলে থাকা রাতে
তোমাকে পেয়ে হেমন্তের উল্লাসে সাজিয়েছে সকাল
দিনের প্রচ্ছদে তোমার ভালোবাসার বিপরীতে বসন্তের তুলিতে আঁকি আমাদের প্রেমের অমর ছবি।