০১- আয় কম দাম বেশি

বেগুন কত টাকা ভাই?
একশত কুড়ি টাকা।
ও’ রে বাবা! এত কেন?
করার ভাই কিছু নাই।

নিলে নেও নয়তো যাও,
একটা বেগুন দাও।
দোকানীর চোখ ছানাবড়া,
এগুলা ভাই কি কও?

তোমার যে ভাই দাম বেশি,
আমার সাধ্য নাই।
ছেলে মেয়েরা বইসা আছে,
তারাতাড়ি’ত যাই।

অন্যখানে ফির জিগাই,
লাউ কত ভাই?
দুইশো পার পিচ।
কম আছে নাকি ভাই!

না না ভাই কোনো কম নাই,
নিলে নেও না নিলে যাও।
এই বাজারে লাগছে আগুন,
কম বলা’তো সুযোগ নাই।

পিঁয়াজ কত টাকা ভাই?
একশো বিশ টাকা।
দাম একটু বেশি হলো না,
পকেট টা যে ফাঁকা।

হাড়ভাঙা খাটুনি শেষে
উপার্জন টা সামান্য।
আয় কম দাম বেশি,
বউ বাচ্চা হয় মনমালিন্য।

০২- বাঁচবো কেমন মোরা

বাজার দরে লেগেছে আগুন,
ঠান্ডা হবে ভাই কবে।
গরীব দুঃখী মানুষগুলো তারা,
একটু শান্তি সুখে রবে।

গরীব দুঃখী মানুষ সৎ উপায়ে
সৎ পরিশ্রম করে।
মাথার ঘাম পায়ে ফেলে তারা,
সামান্য উপার্জন করে।

হাড়ভাঙা খাটুনি করে শেষে,,
মজুরি পায় কম।
বাজার দরে লেগেছে আগুন,
ফুরায় তাদের দম।

নিত্যপণ্যের বাড়ছে দাম,
লাগামহীন ঘোড়া।
এ ভাবে চলতে থাকলে তবে,
বাঁচবো কেমনে মোরা?

০৩- মাছরাঙা পাখি

পুকুর পাড়ে গাছের ডালে
বসে বসে মাছরাঙা পাখি।
একলা বসে আপন মনে,
সারা বেলা চুপটি করে থাকি।

পুকুরে কমছে জল,
মাছেরা আর আসে না।
বাসায় আছে তিনটি ছানা,
ডাকছে তারা মা মা।

——————————–
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।