শূন্যতা পূরণে আমি যতটাই পরিশ্রমী
ও সচেষ্ট হই না কেন?
পরিকল্পনা ও চেষ্টা মাফিক যতটাই
আমি সময়কে জমা রাখিনা কেন?
তবুও চাহিদার আমদানিতে সৃষ্টি প্রায়
অমীমাংসিত নিরেট কোনো শূন্যতা ;
বেশ ভুসাতে যতই হইনা কেন অনবদ্য ?
ভেতর টা তবুও অপ্রকাশিত রয় ; কারণ,
ঘাটতি সময়ের যন্ত্রণা আর শূন্যতায়
বেড়ে উঠা অভাবগুলো আজও
আমায় নিঃসঙ্গ আঁধারে ঢেকে দেয় !
মাসের খরচ সংকুলান হওয়ার পরেও
দেখি অপেক্ষায় নতুন এক শূন্যস্থান !
তখন মনে হয় আরও পথ রয়েছে বাকি
সময়কে না-হয় রাখি একটু জমিয়ে ;
কিন্তু সময় ততক্ষণে দারুণ বেগবান !
সারিয়াকান্দি, বগুড়া।
অনবদ্য লেখা