“”রঙচটা ক্যানভাস””

আয়নার মাঝে থাকে প্রতিচ্ছবি
সত্বার অন্তরালে আনমনে ভাবি,
স্বপ্ন মোহিনী উদাসীন আজ মন
স্বপ্নগুলোকে পারে না রাঙাতে রঙ্গিন।

বিবর্ণ মনের মলিন দৃষ্টিতে
অশ্রুতে ভিজে যায় দু’নয়ন,
নীরব নিস্তব্ধতার মাঝে শুধু
একাকীত্বই হয় সঙ্গী সারাক্ষণ।

প্রবাহমান নদীর স্রোতধারায়
যায়না ভেসে তরী,
হৃদয়ের ধরণীতে যতই খুঁজি স্বপ্ন
নিরাশ করে বাড়ায় আহাজারি।

হীম বাতাসের মেঘাচ্ছন্ন গভীর রাত
স্থিরতার পটে রেখে যায় অবসাদ,
জীবন কাব্যের ছন্দপতন ঘটিয়ে
সিক্ত করে যায় দু’টো হাত।

মনের ক্যানভাসে আঁকা হয়না আর
বাহারি সব রঙের ছবি,
বিবর্ণ রঙের রঙ তুলির আঁচড়ে
হয়েছে ধূসর রবি।

রৌদ্রজ্বল দিনকে দেখায় আঁধার
মধ্যাহ্নকে হয় মনে গোধূলি,
সাঁঝ না আসতেই আলোহীন হয়ে
পড়ে রয় লালিত স্বপ্নগুলি।

“” উদারতার মাহাত্ম্য “”

উদারতা হলো বহতা নদীর মতো
যা শুধু পরের জন্য বহে যায়,
কৃপণতা হলো নোংরা আবর্জনা
যা শুধু নোংরা আর দুর্গন্ধ ছড়ায়।”

স্নিগ্ধতার আলোর পরশে উদার জন
মুঠিভরা আলো ছড়ায় ভুবনে,
অপরূপ সাজে চারপাশ সাজিয়ে
স্নিগ্ধতার স্বপ্ন বুনে একান্ত মনে।

পাষাণে পারেনা বাঁধতে হৃদয়
গড়ে তুলে এমন উদাহরণ,
যা দেখে বলে যায় সবাই
হয়না এর কোনো অনুকরণ।

উদারতা যে মন করে না লালন
সে-ই মন পারে না আনতে শান্তি,
অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দিয়ে মন
করে যায় মানব মনে বিভ্রান্তি।