মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়ায় পরিবহনের ধাক্কায় সাকিব হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
আজ ৭ই অক্টোবর শনিবার বেলা ১২টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে উপজেলার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাকিব উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে করে খাবার পানি নিয়ে বাড়ি ফেরার সময় ঢাকা হতে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে
সে গুরুতর আহত হলে স্থানীয়রা সাকিবকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও বাম পায়ে মারাত্মক আঘাত লেগেছে।
খবর পেয়ে কলারোয়া উপজেলা পরিষদ মোড়ে পরিবহন ও পরিবহনের চালককে আটকায় থানা পুলিশ।
ইতোমধ্যে এসপি গোল্ডেন কর্তৃপক্ষ আহত স্কুল ছাত্র সাকিবের চিকিৎসার সার্বিক খোজ খবর নিচ্ছেন বলে জানা গেছে।