মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্টেক ফোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৪শে জুলাই বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা হেমেন্দ্র নাথ, উপজেলা মেরিন ফিসারিজ টেকনিশিয়ান সাবিয়া খাতুন, ল্যাব টেকনিশিয়ান নিশান মিত্র, রতন কুমার রায় প্রমুখ।এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য ফযলুল হকসহ উপজেলার মৎস্য চাষি, মৎস্য চাষের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাছের উৎপাদন, বিপণনসহ মৎস্য খাতের সব প্রক্রিয়ায় সরকারের সব ধরণের পৃষ্ঠপোষকতা রয়েছে, সহযোগিতা রয়েছে। অধিক পরিমাণে মাছের উৎপাদন করতে হবে। কোনোরূপ অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাছ বিদেশে রপ্তানির ক্ষেত্রে কোনো ভেজাল মেশানো যাবে না। দেশ গঠনে সবাই ভূমিকা রাখতে হবে।
কালিগঞ্জে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Related Posts
জগন্নাথপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠান
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপের বিজনেস সেমিনার ও সংবর্ধনা প্রদান এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী আবুল হোসেন রানার সৌজন্যে ও সুনামগঞ্জের জগন্নাথপুর শাখা এক্সিলেন্ট ওয়ার্ল্ড…
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : আইজিপি
স্টাফ রিপোর্টার নির্মল পাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের সকল প্রকার ভয়কে জয় করে…