মো:সৌরভ শেখ,বিশেষ প্রতিনিধিঃ
একসময় মানুষেরা মনে করতেন রাজনীতি কর্মসূচি মানেই জনগণের কল্যাণের জন্য শোষিত শ্রেণির পক্ষে দাবী আদায়ের জন্য। সেই ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধীতা থেকে কয়েকশ বছর ধরে। বিশেষ করে সাবেক ভারত বর্ষে এরকম কয়েক ডজন ঐতিহাসিক আন্দোলন হয়েছে। তবে রাজনীতি নির্ভর সকল আন্দোলন হয়েছে শোষিত জন গুষ্ঠির সুবিধা পাওয়ার লক্ষ্যে।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্দার প্রথা রাজা – বাদশাহ প্রথা জমিদার প্রথা তেভাগা সহ শত শত আন্দোলন হয়েছে। উল্লেখিত আন্দোলনে বিজয় হয়েছে সবসময় শোষিত জাতি গুষ্ঠি। ইতিহাস তার প্রমাণ।
এছাড়া জাতিগত অধিকার নিয়েও রাজনৈতিক ভাবে যুদ্ধ হয়েছে। আন্দোলন হয়েছে। সেখানেও জাতিগত অধিকার আন্দোলন কারীরাই বিজয়ী হয়েছে বিশ্ব গননায় বেশির ভাগ।
আমরা জাতিগত আন্দোলনেও বিজয়ী হয়েছি কয়েকবার। ভাষা আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি। আজকে বিশ্বজুড়ে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পেয়েছে। তেমনি বাঙালি জাতি হিসেবেও আমরা আজকে শতভাগ স্বীকৃতি পেয়েছি।
এই যে আসছে শনিবার 28/10/2023 সরকারি দল সমাবেশ ডেকেছে। বিএনপি সমাবেশ ডেকেছে। জামায়াত সমাবেশ করতে চায়। চরমোনাই সমাবেশ করতে চায় । সমমনা আরো কিছু রাজনৈতিক দল। ইসলামী দল সমাবেশ করতে চাচ্ছে।
এখানে প্রশ্ন হলো তাদের মধ্যে আসলে শোষিতের পক্ষে কারা? দেশের শিক্ষিত বেকার শ্রেণি আজ চরম ভাবে ক্ষতিগ্রস্ত। গার্মেন্টস শ্রমিকেরা আজ মানবেতর জীবনযাপন করছে । ছোট কোম্পানি বা ফ্যাক্টরীর শ্রমিকেরা বেতন কম থাকার ফলে চরম অভাবে আছে।
কৃষকেরা লোকসানে আছে। খামারীরাও লোকসানে। এগুলোর অনেক গুলো কারণ থাকতে পারে। সময়ের ব্যবধানে বিভিন্ন কারনে আজকে দেশের 60% লোক এখানে কেউ শোষণের স্বীকার। কেউ লোকসানের স্বীকার।
তাহলে প্রশ্ন আসে যারা সমাবেশ ডেকেছে 28 অক্টোবর তারা কি এই 60% জনগণের দুঃখের কথা বলার জন্য নাকি সরকার পতনের জন্য।
যদি সরকার পতনের আন্দোলন হয়। তাহলে তারা কি এই শোষিত জন গুষ্ঠিকে সুফল পাইয়ে দিবে? এমন প্রতিশ্রুতি কি তারা সমাবেশ থেকে বলবে নাকি শুধুই সমাবেশ।
শুধুমাত্র একটা দলের নেতাকর্মীরা সমাবেশ করলেই একটা দাবী আদায় হয়না। কখনও হয়নি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের ভুক্তভোগী জনগণ এগিয়ে না আসে। যত বিজয় হয়েছে তার বেশিরভাগই হয়েছে তৃণমূলের ঐক্য আন্দোলনে।
প্রশ্ন হলো এই যে দেশের একটা বড় অংশ আজ নিত্য পণ্যের দামের কাছে জিম্মি। তাহলে ওরা আজ আছে কোন পক্ষে? তারা কি সরকার দলের পক্ষে না বিএনপি জামায়াত চরমোনাইর পক্ষে। অবশ্যই 28 তারিখে তা দেখা যাবে। অপেক্ষায় রইলাম।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
23/10/2023