অথই নূরুল আমিন
টাকি মাছের ভর্তা খাওয়া হয়না। বছর দুই চলে। কয়েক বছর ধরে দুধের স্বর চোখেই দেখছি না। ইছাবৈছা ছোট ছোট মিষ্টিও স্বাদের মাছ খুব একটা নেই বললেই চলে।
দেশের প্রায় সকল মিষ্টি ফল ফরমালিন দিয়ে পাকানো হয়। এই ফল গুলোতে যেমন থাকে না আসল ঘ্রাণ। তেমনি থাকে না পর্যাপ্ত পুষ্টি। থাকে না স্বাদ। অনেক ফল তো এখন বিষ বললেও ভুল হবে না।
প্রিয় পাঠক, আমরা একটা পরিপূর্ণ জাতি দির্ঘ চার যুগের জীবনযাপন চলছে। আমাদের এই স্বাধীন দেশে।
কিন্তু জাতি হিসেবে আমাদের আগাম কোনো পরিকল্পনা নেই। কোনো গবেষণা নেই। জাতি হিসেবে আমরা নেই ঐক্যবদ্ধ। নেই অনেকের সু শিক্ষা।
একজনের উন্নয়নে আমরা অন্যজন বাধা দিয়ে যাচ্ছি। এমনকি অনেক ক্ষেত্রে তো ভাড়াটিয়া দস্যু ভাড়া করেও ক্ষতি করছি। কোনো আত্মীয় অথবা কোনো বন্ধুর নতুবা প্রতিবেশির।
এরকম একটি কথা শুনলে কার না দুঃখ লাগবে বলুন। সারাদেশে আজ খাঁটি সরিষার তেল নেই। খাঁটি ঘি নেই।
এমনকি মেশিনে হলুদ ও মরিচের গুড়া গুলোতে নাকি বালু ইটের খোয়া রং ইত্যাদি পাওয়া যায়। মাছের মাঝে যেমন রয়েছে ফরমালিন। তেমনি রয়েছে ওজনে কম দেয়ার প্রবণতা। যেমন নেই আসল খাবার। মজার খাবার। পুষ্টিকর খাবার। এসবের অনেক কিছু আজ বিলুপ্তির পথে। সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চরিত্র। সততার গলাটিপে কে যেন প্রতিদিন হত্যা করে চলেছে আমাদের আদর্শ। আমাদের উদ্দেশ্য। আমাদের সামাজিকতা। আমাদের দেশপ্রেম আমাদের একতা। আমাদের মানসিকতা।
সমাজের মানুষ গুলো কেমন যেন ধীরে ধীরে আত্মীয় বিমুখ হয়ে যাচ্ছে। যা খুবই দুঃখজনক। আসুন আমরা একতা হই। সততা ও বাঙালিয়ানা রক্ষা করি। সকলের ভিতরে শুভ বুদ্ধির উদয় হোক। ফুটন্ত সকালের মতো সুন্দর হোক গোটা সমাজ।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
6/09/2023