ভিক্টর বিশ্বাস চিতা,স্টাফ রিপোর্টারঃ
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সদক্ষিণ শেষে পুনরায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, তোয়াক্কেল আলী, রমেন্দ্রনাথ, সুলতান, আফিল উদ্দিন, মনোব্বর হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল, সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।