ভিক্টর বিশ্বাস চিতা,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়ার খোকসা উপজেলা চেয়ারম্যান (আন্তঃজেলা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধনী করা হয়েছে।আজ বুধবার (১২) জুলাই বিকেল ৪ টাই জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় রাজশাহী জেলা একাদশ ও বাগেরহাট জেলা একাদশ অংশগ্রহণ করেন।খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।এসময় আরো উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ মন্ডল, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।খেলাটি টাইব্রেকারে গড়ালে রাজশাহী জেলা একাদশ ৫/৪ গোলে বিজয়ী হয়।