আহমেদ হাসান, কামারখন্দ উপজেলা প্রতিনিধিঃ
গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সিরাজগঞ্জের জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পুকুর কিংবা শ্যালো মেশিনের পানিতে দিন পার করছে।আজ বেলা ১টার দিকে গরম থেকে স্বস্তি পেতে শহরের ধানবান্দি, হোসেনপুর ও পৌর এলাকার ইমন , প্রান্ত , সাফি , ফাহিম , ওয়ালিদসহ অনেকেই ফুলবাড়ী-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের পাশে সাবেক ইউপি সদস্য জামালের শ্যালো মেশিনের পানিতে গোসলে নিজেদের আনন্দময় মুহূর্ত প্রতিবেদকের চোখে পড়ে।আজ শনিবার গুগলসূত্রে পাওয়া দুপুর ১টার দিকে ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। আগামী ৩-৪ দিন এ অবস্থা বিরাজ করবে বলে আবহাওয়া সূত্রে জানা গেছে। তবে রবিবার তাপমাত্রা সামান্য বৃষ্টি হয়ে আবার তাপমাত্রা বাড়াবে এবং ১০ এপ্রিল থেকে মাঝারি তাপমাত্রা আসতে পারে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরে বেড়েছে হাতপাখা বিক্রি। গরমে সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ স্টেশন, প্রতিষ্ঠানের বারান্দা, শহরের এসি দোকানগুলোতে অবস্থান, গরমের সাথে নদীর বাতাস পেতে হার্ড পয়েন্ট এলাকায় শুয়ে থাকতে দেখা গেছে। শুধু মানুষ বা প্রাণীকুল নয়, গরমের প্রভাব পড়ছে গাছ-গাছালিতেও। কোথাও কোথাও আম ও লিচুর বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে দেখা যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তীব্র দাবদাহ চলছে সারাদেশে। মার্চের শেষের দিক থেকে শুরু দাবদাহ দিনের পর দিন বাড়ছে। শহরের জুস ও খোলা জায়গায় লেবুর শরবত দোকানগুলোতে বিক্রয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।