মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: র‍্যাব-১৩ গাইবান্ধা স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ১৫মে সিপিসি-৩ (গাইবান্ধা) র‍্যাব-১৩ রংপুর এর নাইট টহল অপারেশন সিসি নং ১৭৪/২০২৪ তারিখ ১৪ মে মূলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় টহল ডিউটি করা কালে ১৫মে রাত্রি ১২টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শুভ বসুন্ধরা বাস যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গাইবান্ধা দিকে আসছে।

পরে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রি ১টায় পলাশবাড়ী পৌর শহরেে ব্রাক মোড় বাঁসকাটা এলাকায় নাসের সাহেবের হাজী ক্যাম্পের বিপরীতে পাশ্বে রংপুর টু বগুড়া মহাসড়কে বগুড়াগামী লেনে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহায়তায় লালমনিরহাট জেলার আদিতমারী থানার টেপা পলাশী গ্রামের আবু তাহের সরদারের ছেলে রেজাউল করিম (৪৩) ও আব্দুল মজিদ এর ছেলে হাবিব মিয়া (২২) এর নিকট থেকে ১১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।