রংপুর প্রতিনিধি- আল আমিন ইসলাম: গতকাল ২৬ জুলাই বড়দরগাহ হাইওয়ে থানা আয়োজিত ঘুষ, চাঁদাবাজি ও দূর্নীতির বিরুদ্ধে “মোটিভেশনাল কর্মশালা” য় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের বিভিন্ন থানা থেকে আগত পুলিশ অফিসার ও রংপুর রেঞ্জের সার্কেল অভিসার। আলোচক – মাওলানা মুজাহিদুল ইসলাম রেজা, খতিব, বড়দরগাহ কেন্দ্রীয় মসজিদ, পীরগন্জ, রংপুর। ঘুষ, চাঁদাবাদি ও দুর্নীতির বিরুদ্ধে কুরআন ও হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুজাহিদুল ইসলাম রেজা। সমাজে শুধু সাধারণ কথা বলে অপকর্ম শেষ হবে না, মনের মধ্যে থাকতে হবে তাকওয়া এবং আল্লাহর ভয়। মাওলানার বক্তব্যে এ ধরনের কথায় প্রত্যেক পুলিশ কর্মকর্তার হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেক পুলিশ কর্মকর্তারা মনে করেন এ ধরনের কর্মশালা নিয়মিত হওয়া উচিত। তাহলে প্রত্যেক পুলিশ কর্মকর্তার ভিতরে ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠিত হবে। আর এভাবেই সমাজের সকল অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ্।