এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার জন্য আসলে কে দায়ী এমন প্রশ্ন করলে চট্টগ্রাম জেলার সফল একজন নারী উদ্যোক্তা নাহিম আক্তার বলেন, তার বক্তব্য গুলি তুলে ধরলাম তিনি বলেন চট্টগ্রাম শহরে এই জলাবদ্ধতার জন্য শুধু কোন এক পক্ষকে দায় দিয়ে বিভিন্ন ভাবে ট্রল পোস্ট করা হচ্ছে। একপ্রকার কারো পৌষমাস, কারো সর্বনাশ এ রকম পরিস্থিতি। কেউ পানিতে ডুবে কস্ট পাচ্ছে, আর অন্যদিকে কেউ কেউ বা কিছু মিডিয়া ট্রল করছে।

গতকাল রাতে বহদ্দারহাট এলাকায় ননদের বাসায় যেতে চাইলাম, কিন্তু পানির তোড়ে রাস্তা থেকে ফেরত আসলাম। আসতে পথে আমার হাসবেন্ডের মোটর সাইকেল এর সামনে একটা পলিথিন মোড়ানো কি যেন, কেউ একজন ছুড়ে মাড়ল।
এবার বলি পলিথিনে কি ছিল,,,
পলিথিনে কিছু ময়লা আর কয়েকটা খালি বোতল কেউ একজন ফেলে রাস্তার পাশে। আমি অবাক হয়ে ভাবছিলাম, আমাদের মত জাতির এ ধরনের পানির কস্ট উপযুক্ত নয়।আরো বেশি কিছু হলে যদি শিক্ষা হত। কতটুকু রাস্তা পার হয়ে একটা হোটেল এর সামনে দাড়ালাম একটা কাজে। হোটেল এর সামনে ড্রেনের ঢাকনা খোলা হাত দুইহাত মত। ঐ হোটেলের সব ময়লা ঐ ফাঁকা ড্রেন দিয়ে ফেলছে আরামসে, ডাস্টবিন এর দরকার হচ্ছে না।

শুধু সিটি করপোরেশন, সরকার বা কোন প্রতিষ্ঠান কে দায়ী করার আগে একবার নিজের করা কৃতকর্মের কথা আমরা কেউ মনে করি না। এত বড় শহরে জলাবদ্ধতা নিরসনে অনেকবার অনেক বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সফল না হওয়ার পেছনে আমরাই কিন্তু দায়ী। অবৈধ খাল দখল, যত্রতত্র বিল্ডিং নির্মাণ, যেখানে সেখানে ময়লা ফেলা, প্লাস্টিকের অবাধ ব্যবহার,এই দুর্ভোগ এর অন্যতম কারণ বলে মনে করি।ডাস্টবিন এ ময়লা ফেলার ধৈর্য্য টুকু আমাদের নেই।রাস্তা আর ড্রেনরে ডাস্টবিন বানাই।আবার আমরাই আমাদের শহরকে ট্রল করে পোস্ট করি খবর বানাই। সেই পোস্টে আবার আমরাই হা হা রিএক্ট দিই।
নিজে যতক্ষণ না পাল্টাচ্ছি ততক্ষণ পৃথিবী পাল্টানো সম্ভব নয়।

চট্টগ্রামের জলাবদ্ধতার আসলে দায়ী কে প্রশ্ন করছিলাম চট্টগ্রাম জেলার একজন সফল নারী উদ্যোক্তা নাহিম আক্তার। তিনি বলেন আগে তো নিজেকে বদলাই তারপর শহর। আমার স্বামীর কর্মসূত্রে ক্যান্টনমেন্ট এ বসবাস করেছি অনেকবছর। সেখানে এমন যদি কেউ করে তার রক্ষা নেই, তাই ওখানে হয়ও না। কেউ করেও না, কারণ নিজের ভাল পাগলেও বোঝে। আমি মনে করি, আমাদের দুর্ভোগ এর জন্য আমরাই দায়ী বেশির ভাগ। প্রশাসন কয়জনকে হাতে ধরে ন্যায় অন্যায় শিখাবে। ন্যায় অন্যায় আমরা বুঝলে প্রশাসনের দরকার হত না।সুন্দর কথা বা বইগত আইনে আমাদের বাংগালী জাতিরে হবে না।

গ্রামের জলাবদ্ধতা হচ্ছে, তা হয়ত অস্বাভাবিক বৃষ্টিপাত ও জোয়ার এর কারণে, তাও যদি বিশ্লেষণ করতে যাই তার পেছনের কারণ ও আমরা মনুষ্য জাতিরাই।

তাই বলছি, এসব ট্রল করা খবর বানিয়ে, নিজেদের নিজেরাই ছোট করছি, বাইরের দেশের কাছে আমাদের অসম্মানিত করছি। আপনারা যদি মনে করেন কোন এক পক্ষকে ছোট করছেন। তা ভুল,,
বাংগালী হিসেবে এই কলংকের ভাগদার আপনি আমি সবাই। আশ্চর্য হই এসব ট্রল পোস্ট সামনে আসলে।কি নির্বোধ জাতি আমরা, নিজেদের নিজেরা ছোট করছি।

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন।
আমরা নিজেরাই পারি, আমাদের চারপাশে সুন্দর রাখতে নিরাপদ রাখতে।