এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ মো. গিয়াস উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সদরঘাটের আইস ফ্যাক্টরী এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পান গোয়েন্দারা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন (২৭) কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার আজিমুল্লাহ’র বাড়ির মৃত আজিমুল্লাহর ছেলে এবং শহীদুল হক চৌধুরী প্রকাশ শাহীন (৩৫) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার নুরু মেম্বারের নতুন বাড়ির মো. নুরুল হক চৌধুরীর ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, স্টেশন রোড এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ মো. গিয়াস উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দারা। সেখান থেকে চক্রের মূলহোতা শহীদুল হক চৌধুরী শাহীনকে (৩৫) জাল নোট তৈরির প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন যাবত জাল নোট প্রস্তুত পূর্বক সাধারণ জনগণের কাছে তা আসল হিসেবে ব্যবহার করে আসছিল এবং স্থানীয় অন্যান্য জাল নোট ব্যবসায়ীদের কাছে জাল নোট সরবরাহ করে আসছিল। এ ছাড়াও তারা এ জাল নোট ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহার করে থাকেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।