এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা :
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করে দেখলাম কোন হাসপাতালে সিট খালি নেই ৩০% শিশুরাই ডেঙ্গু আক্রান্ত। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়ের যথাযথ উদ্যোগ নিচ্ছেন না। কয়েকজন রোগীর আত্মীয় স্বজনদের সাথে কথা বলে দেখলাম তারা বলেন নির্বাচনের সময় মেয়র ও কাউন্সিলরগণ যদি মানুষের বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য যেতে পারেন, তাহলে এখন কেন ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পদক্ষেপ নিচ্ছেন না? চট্টগ্রামে গত ৩৬ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। চট্টগ্রামের কোন হাসপাতালেই সিট নেই। আর কত মানুষ মারা গেলে কতৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ গ্রহন করবেন। ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। চিকিৎসকরা বলছেন, শরীর ফুলা, পেট ব্যথা ও ডায়রিয়াসহ নানা নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে শিশুদের। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সহজেই কাবু হচ্ছে শিশুরা।