চট্টগ্রাম জেলায় চান্দগাঁও থানায় কালুরঘাট হামিতচর একতার মোড়ে আজগর কলোনিতে সানাউল (২২) নামের একছেলের মৃতদেহ উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সানাউল এর পিতার নাম:আবু বক্কর সিদ্দিক(৪৬) মাতার নাম মোছা:রুমা বেগম (৩৫) সানাউলের জন্মস্থান বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন থানার হরিগঞ্জ ইউনিয়নের চরব্রতা গ্রামে। তিনি বিয়ে করেছেন সাত মাস হয়। তার স্ত্রীর নাম তানিয়া বেগম(১৯)সানাউল হামিতচর এলাকায় সপরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি দিনমজুরের কাজ করতেন এবং উনার স্ত্রী গার্মেন্টসে কাজ করতেন। তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি প্রতিনিয়ত গার্মেন্টসে কাজের জন্য বেরিয়ে যাই সকাল বেলা এবং দুপুরে লাঞ্চ করতে আসি ১টার সময়। আজকেও আমি তাই করেছি কিন্তু আজকে এসে দেখি সে শুয়ে আছে রুমে এবং বলতেছে জ্বর জ্বর ভাব আমি তাকে বলে গেছিলাম রান্না করার জন্য কিন্তু সে রান্না না করে শুয়েছিল এবং আমি তার অসুস্থতার জন্য তাকে কিছু না বলে আমি আমার মায়ের বাসা থেকে ধান্না নিয়ে এসে দুজনে মিলে বসে থেকে খাবার খেয়েছি।এবং সেখানে আমার শাশুড়ি উপস্থিত ছিলেন। তখন আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে কাজ করার জন্য উপদেশ দিচ্ছিলেন। এরপর আমাদের লাঞ্চের সময় শেষ হয়ে যাওয়ার আমি তাকে বলি আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি অফিসে যাব। তখন সে আমাকে অফিসে যেতে বারণ করেন। আর আমি তাকে বলি আমাকে যেতে হবে আমি আমার অফিসের কাউকে বলে আসি নাই। তখন সে আমার উপর রেগে যায়, এবং পরবর্তীতে আবারো তাকে পুনরায় জিজ্ঞেস করলে যাওয়ার জন্য অনুমতি দেন। আর তখন আমি অফিসে যাই। সেখানে আমি আমার মত কাজ করতে থাকি। ৪টার সময় আমার কাছে খবর যায়,আমার হাজব্যান্ড ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ছেলের মাকে জিজ্ঞেস করলে,ছেলে মা বলেন। আমার ছেলের সাথে আমার ছেলের বউয়ের দুই দিন আগে থেকে পারিবারিক ভাবে তাদের ভেতর মনমালিন্য চলতেছিল। যার কারণে আমার ছেলে কাজে যায় নাই। আর সেজন্য আমি আজকে তাকে কাজে যাওয়ার জন্য উপদেশ দিচ্ছিলাম। আমিও কাজ করি আমারও সময় শেষ হওয়ার কারণে আমি অফিসে চলে যাই,কিন্তু অফিসে যাওয়ার পরে জানতে পারি।আমার আমার সন্তান সানাউল রুমের ভেতর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন।এমতাবস্থায় চট্টগ্রাম চান্দগাঁও থানাতে জানানো হলে সেখান থেকে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং লাস্ট টি ময়নাতদন্তের জন্য মেডিকেলে নিয়ে যান।
চট্টগ্রামে ফাঁস লেগে মারা গেলেন সানাউল নামের এক যুবক
Related Posts
কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার এর মতবিনিময়।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ ১১ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ…
কাউনিয়ায় ফলের দাম বৃদ্ধি ক্রেতা কম বিপাকে ব্যাবসায়ী
মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়া বাসস্ট্যান্ডের টেপামধুপুর রোডে পড়ন্ত বিকেলে নানান রকমের ফলের পসড়া সাজিয়ে বসে আছেন ফল ব্যবসায়ি আব্দুল কাদের। তরতাজা বিভিন্ন ফলে পরিপূর্ণ দোকানে…