এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলাঃ
চট্টগ্রাম মেডিক্যাল ও ব্লাড ব্যাংকের সামনে একটা ডাবের মূল্য রাখা হয় ১২০-১৫০ টাকা!! বাংঙ্গালী ব্যবসায়ীরা সুযোগ বুঝে দিনেদুপুরে ডাকাতি করে। মানবিকতা বলতে কিছু নেই। মানুষ রোগী নিয়ে মেডিকেল এ সেবা নিতে কিন্তু প্রতিটি ক্রেত্রে প্রতারণার শিকার হতে হয়।
চট্রগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে।📋টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫ টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল🦽 চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি🛹 দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের 🎚️পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন🧪ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ💊 চলবে। এক কথায় সাধারণ মানুষ জিম্মি।