বলা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম দিয়ে চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়েছে , আর এই বিপ্লবকে সামনে থেকে নেতৃত্ব দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কী এই প্রযুক্তি? যার পিছনে গুগল ,ফেইসবুক ,আমাজন আর মত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হুমড়ি খেয়ে পড়েছে , গবেষণা করতে খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার।
এত টাকা খরচ , তার ফলাফল অবশ্য পেতে শুরু করেছে। মিথ্যা খবর ,ফেইসবুক এর সুনামকে কবর দেওয়ার জোগাড় করেছে। বলাহয় যে ফেইসবুকের মিথ্যা নিউজের জন্য হিলারি হেরে গেছে, আর ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে , শেষে এসে ট্রাম্প কার্ড দেখিয়ে বাগিয়ে নিয়েছে আমেরিকার ক্ষমতা। ফেইসবুক ঘোষণা দিয়েছে যে , ফেক নিউজ খুঁজেপেতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।তার জন্য এলগোরিদম প্রস্তুত করয়েছে তারা।
পিছিয়ে নেই গুগলও , এইবার গুগল আইও(এটা গুগল এর একটা বার্ষিক সম্মেলন ,যেখানে বছরের তাদের নতুন প্রজুক্তি গুলো প্রকাশ করা হয় , আবার ১০ থেকে ১১ মে অনুষ্ঠিত হয় ) তে তারা যেন এআই ম্যাজিক দেখিয়েছে। তাদের বেশিরভাগ প্রজুক্তি ছিল মেশিনে লার্নিং (এটা হলো আই এর একটা প্রধান অংশ ) কৃত্রিম বুদ্ধিমত্তা মাধ্যমে ডেভলপ করা।
তার মধ্যে যার কথা না বলেই নয়. তা হলো ,গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স বা গুগলের হোম ।
মনে করুন আপনি একদিন তাকে বলেন “হেই গুগল ,আমার জন্য ডাক্তার আবুল আর একটা সিরিয়াল কর , যেন তা শনি বার দুপুর বারটার মধ্যে হয়।
আপনার ফোনের কললিস্ট হতে অটোমেটিক একটা কল যাবে ডাক্তার আবুল এর নম্বরে। তারপর। ……….
আবুল এর চেম্বার : আবুলের চেম্বার বলছি ,আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ?
গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স : ডাক্তার আবুলের , একটা সিরিয়াল দরকার , আগামী শনিবার সকাল ১০ টা….
আবুল এর চেম্বার : দঃখিত ম্যাডাম ,শনিবার সকাল ১০টা এখন আর পাওয়া যাবে না
গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স : তাহলে দুপুর ১২ টার মধ্যে কোন সময়……..
আবুল এর চেম্বার : একটু অপেক্ষা করুন প্লিজ।
গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স : হুম …….
আবুল এর চেম্বার : হ্যা, পাওয়া যাবে আপনার নামটা বলুন ?
গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স : দুঃখিত ,রুগী আমি না ,আমি ওনার অ্যাসিস্ট্যান্স। ওনার নাম রৌসুল ……
( কথাগুলো বাংলাতে অনুমান করা , গুগল স্মার্ট অ্যাসিস্ট্যান্স এখনো বাংলা শিখেনি )
এই হল বিনা বেতনের আপনার বুদ্ধিমান অ্যাসিস্ট্যান্স। একে দিয়ে আপনি সকালের পত্রিকা শুনতে পারবেন ,নিয়ন্ত্রণ করতে পারবেন স্মার্ট হোমের সব যন্ত্রকে(লাইট ফ্যান , টিভি )। এটাকে বাজারে গুগল হোম নাম পাওয়া যায়।
মনে করুন আপনি বললেন :
hie, google now movie time
আপনি দেখবেন অটোমেটিকলি আপনার লাইটের আলো কমে যাবে , টিভি ও হবে , আর ঘরে যদি স্মার্ট পপকর্ন মেশিন থাকে। তাহলেতো পপকর্নও হাজির ….
চলবে ……
ব্লগার (www.rusulazom.me)