এস. এম. মাসুম, নিজস্ব প্রতিনিধিঃ

কবি, অভিনেতা ও নাট্যনির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘আমার খুব প্রিয় মানুষ ছিল তারেক ভাই। আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’, চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার পরিবারের একজন সদস্য আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।’ এ সম্পর্কে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে একটি শোক বার্তা দেওয়া হয়েছে। নির্মাতা তারেক মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।বর্ষিয়ান অভিনেতা কচি খন্দকার তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “প্রিয় তারেক মাহমুদ গতকাল আমাকে তার শেষ ছবিটা পাঠায়। অদ্ভুত জীবন তারেক, তোর চলে যাওয়া মানছি না। এটা মিথ্যা হোক।”অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান জলপড়ে ডটকমের স্বত্ত্বাধিকারী মাহবুব সেতু ফেইসবুকে লিখেছেন, “এই সংবাদ কেমনে সহ্য করব! কবি ও অভিনেতা তারেক মাহমুদ আর নেই! রাত সাড়ে আটটা পর্যন্ত একটা প্রোগ্রামে পাশাপাশি বসে বই আলোচনা ও কবিতা শুনেছি। ওপারে ভালো থাকবেন তারেক ভাই।”