মোঃসৌরভ শেখ,বিশেষ প্রতিনিধিঃ
মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা একটি গণমাধ্যম, আইন,শালিস সংস্থা। সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠাই যার একমাত্র লক্ষ। বাংলাদেশের প্রায় ৬৪টি জেলা-উপজেলায় আজ মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার শাখা অফিস রয়েছে।তারই ধারাবাহিকতায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ১২সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করা হয় এবং অফিস উদ্ভোধন করা হয়।
সংস্থার চেয়ারম্যান মহোদয় মোঃমাহমুদুল হাসান মাহমুদ সাহেবের উপস্থিতিতে অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং দৈনিক সংবাদ চিত্রের সহ সম্পাদক ও প্রকাশক মোঃসৌরভ শেখকে সভাপতি ও জাতীয় পত্রিকার ফটো-সাংবাদিক মোঃসবুজ শিকদারকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত অফিস উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন,মোঃমাহমুদুল হাসান মাহমুদ-চেয়ারম্যান, মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।প্রধান অতিথি-এস,এম,মাহাতাবুজ্জামান মাহতাব,ও বিশেষ অতিথি এ,এইচ,এম কামরুজ্জামান খান -অফিসার ইনচার্জ,চিতলমারী মডেল থানা।
মোঃসিজুল হক মিনা-কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব,মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।
মোঃঈশা মল্লিক-কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব,মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।
মোঃকাজী মিজানুর রহমান-কেন্দ্রীয় সহসম্পাদক,মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।
জুলিয়ান জয়-কেন্দ্রীয় সাংগঠনিক সচিব,মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।
মোঃসামসুর রহমান জসীম-কেন্দ্রীয় সাংগঠনিক সচিব,মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।
মোঃঅলিউল্লাহ জুয়েল খলিফা-ইউপি চেয়ারম্যান, চিতলমারী সদর ইউনিয়ন।
মোঃমাসুদ রানা-ইউপি চেয়ারম্যান, বড়বাড়িয়া ইউনিয়ন।
মোঃকাজী আবু শাহীন -ইউপি চেয়ারম্যান, হিজলা ইউনিয়ন।
মোঃঅহিদুজ্জামান পান্না-সাবেক ইউপি চেয়ারম্যান, বড়বাড়িয়া ইউনিয়ন ও সদস্য সচিব বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামিলীগ।
নির্মল পাল-বাগেরহাট জেলা সভাপতি, মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা।এবং উক্ত শাখার অন্যান সদস্যবৃন্দ।
সকলের উপস্থিতিতে শুভ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় চেয়ারম্যান মহোদয় মাহমুদুল হাসান মাহমুদ সাহেব চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃসৌরভ শেখের হাতে তার সাক্ষ্যরিত কমিটি ও অফিস অনুমোদন সনদ তুলে দেন।
মানবাধিকার সংবাদিক কল্যান সংস্থা বাগেরহাট জেলা শাখা