অথই নূরুল আমিন

পানি ঘোলা হয়
স্রোতের তাড়নায়

পাতা সব ঝরে
যায় পুষ্টিহীনতায়

পাহাড় ধসে যায়
ইঁদুরের যন্ত্রণায়

পালোয়ান পালায়
চক্রান্তের থাবায়

পাখিরা করে রব
সকাল সন্ধ্যায়

পাপিষ্ট চলে সব
মন্ধের মেলায়

পাড়া নষ্ট হয়
মাতবরের হেলায়।