মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ শহরে চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় বিবাদী মিজান মিয়া কে গতকাল ২২/০৪/২০২৪ খ্রি দুপুর ০১:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা কিশোরগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর যৌথ অভিযানে গ্রেফতার কর হয়৷ গ্রেফতারকৃত মিজান মিয়াকে অদ্য বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট জনাব মো: আশিকুর রহমানের নিকট CRPC, 1898 এর 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন৷ গত ২৯ মার্চ থেকে ভিকটিম মোখলেছ তারাবি নামাজ পড়ার পর থেকে নিখোঁজ ছিল৷ গত ৩১/০৩/২০২৪ খ্রি ভিকটিমের পরিবার থানায় নিখোঁজ হিসেবে জিডি করেছিল৷ পরবর্তীতে ১৬/০৪/২০২৪ খ্রি ভিকটিমের পরিবার অপহরণ মামলা রুজু করেছিল (কিশোরগঞ্জ সদর থানায়) যার মামলা নং ২২, তারিখ ১৬/০৪/২০২৪, ধারা- 365, The Penal Code, 1860)৷ মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশিদ৷ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম (বার) ইতিমধ্যে মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলাটির সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্নে মামলা রুজুর পর থেকেই নিবিড়ভাবে তদারকি করছেন৷উল্লেখ্য যে গতকাল থেকে ২ দিন পুলিশ ও ডুবুরি যৌথ অভিযানে আজ বিকেলে নরসুন্দা নদী থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে।