বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের ২৫নং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন মুসা’র অপসারণের দাবিতে স্থানীয় কেশবপুর বাজারে গত ৩০ অক্টোবর বিকেল ৩ ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, ২০১৯ সাল থেকে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মুসা’র বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও নারী কেলেংকারী সহ অসংখ্য দূর্নীতির প্রতিবাদে শিক্ষা অফিসে স্মারক লিপি প্রধানসহ বিভিন্ন দপ্তরে দিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ অপসারণ করবেন বলে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্থ করেন কিন্তু এখনো শিক্ষক মোসা বহাল তবিয়তে রয়ে গেছে। এখন তাদের এক দফা এক দাবি মোশাররফ হোসেন মুসা’র অপসারণ।

এ সময় উপস্থিত ছিলেন, সভার সভাপতি ছায়াদ মিয়া, সাবেক চেয়ারম্যান আছকির আলী, কাউন্সিলর আলাল হোসেন, ছুরত মিয়া, সুন্দর আলী, এলকাছ মিয়া, লিটন মিয়া, আফরোজ আলী, আনাই মিয়া, দলু মিয়া, আকমল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।