নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  “বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর যন্ত্র সংগীত ‘ক’ বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণ পদক পেয়েছে আদ্রা কান্তি তাথৈ।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং ঘাটিবাড়ির মেয়ে।

জাতীয়ভাবে সেরা হওয়ায় গত ২৯ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদ্রা কান্তি তাথৈর হাতে স্বর্ণ পদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী “ফজিলাতুন নেসা ইন্দিরা” এমপি।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর পুন্যভুমি নবীনগরের মেয়ে আদ্রা কান্তি তাথৈ এবার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতা তুহিন কান্তি দাশ উপজেলা শিক্ষা অফিসার ও মাতা সুস্মিতা দাশ প্রাইমারি স্কুলের শিক্ষক।
মেধাবী এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি সঙ্গিত চর্চায় অল্প সময়ে সারাদেশে নাম কুড়িয়েছে।
আদ্রার মা বাবা একমাত্র মেয়ের এই সাফল্য ধরে রাখতে সকলের কাছে আশির্বাদ চেয়েছেন।

উল্লেখ্য, আদ্রা কান্তি তাথৈ স্থানীয় পায়েল বাউল সঙ্গিত একাডেমিতে ওস্তাদ চান মিয়া সরকারের কাছে যন্ত্র সঙ্গিত ও কণ্ঠের তালিম নিচ্ছে।

ইকরাম হোসাইন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোবাইল: 01766600012