মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সোমবার ২৩শে অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনাসভা ও হাত ধোয়া প্রদশর্নীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মুখ চত্তরের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলঅ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সংগঠন প্রধান গণ।
র‌্যালী শেষে হাত ধোয়া প্রদর্শনীতে সকলে অংশ গ্রহণ করেন।