জুনেদ বিন ফরিদ, জৈন্তাপুর প্রতিনিধি :সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৩ সনের এসএসসি ও সমমান পরীক্ষা মোট পাশের হার ৭২.৭৫%, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।উপজেলার ২৫টি প্রতিষ্ঠান হতে ১৯৬৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৪টি জিপিএ-৫ সহ মোট পাশ করেছেন ১৪৪৫ জন।তার মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি প্রতিষ্ঠান হতে ১৫৩৮ জন অংশ নিয়ে ২০টি জিপিএ-৫ সহ ১০৫০ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৬৮.২৭%।
জিপিএ ৫ পেয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ৯টি, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ৯টি, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ১টি, রমজান রূপজান বাগেরখাল একাডেমি ১টি। এই বোর্ডের অধিনে শতভাগ পাশ করেছে ডা. কুদ্রত উল্লাহ বিয়াম ল্যাবটরী স্কুল এন্ড কলেজ ও জাফলং ভ্যালী বোডিং স্কুল । এই দুটি প্রতিষ্টান হতে মাত্র ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮ জন উত্তীর্ণ হয়েছে তবে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি ।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ভোকেশনাল পর্যায়ে ৫টি প্রতিষ্ঠান হতে ২৪৯ জন অংশ নিয়ে ২৩টি জিপিএ-৫ সহ ২১৪ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮৭.৫৫ % জিপিএ ৫ পেয়েছে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (ভোকেশনাল শাথা) ৪টি, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট ৬টি, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখায়) ৪টি, সারীঘটি উচ্চ বিদ্যালয় (ভোকশনাল শাখায়) ৮টি এবং রমজান রূপজান বাগেরখাল একাডেমি (ভোকেশনাল শাখা) ১টি। কারিগরি বিভাগে রমজান রূপজান বাগেরখাল একাডেমি হতে ৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি জিপিএ-৫ সহ ৩জন উত্তীর্ণ হয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ১৯৯ জন অংশ নিয়ে ১টি জিপিএ-৫ সহ ১৭৭ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৮.৯৫ %। এর মধ্যে চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ২৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ১টি জিপিএ ৫ সহ ২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে এই বিভাগে শতভাগ পাশের গৌরব অর্জন করে।