মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আগামীকাল বৃহস্পতিবারের ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-সিলেট অঞ্চলের রোড় মার্চ কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে কোন ধরনের বাধাঁ আসলে জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এই কর্মসূচীর প্রধান সমন্বয়ক জনাবঃ- হাবিব-উন-নবী-খান সোহেল।

তিনি আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, চলমান এই একদফার আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের মুক্তিকামী সকল মানুষের।
বিএনপি শুধু বাস্তবায়ণের দায়িত্বে আছে। তাই সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা বিএনপির প্রত্যাশা।

সাংবাদিক সম্মেলনে তিনি বিগত দিনের বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলন থেকে শুরু করে বর্তমান এক দফা কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন সরকারের ভোটারবিহীন নির্বাচন, জুলুম-অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্যের ঊর্ব্ধগতির কারণে জনগণের নিদারুণ কষ্টে থাকার কথা।

ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন প্রয়োগসহ প্রতিটি ক্ষেত্রে সরকারের স্বৈরাচারি নীতি তুলে ধরেন তিনি। বলেন কেনো তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে ফ্রি-ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছেন।

এ ছাড়াও তিনি এ সময় উচ্চ আদালতের সমালোচনা করে বলেন, সরকারের একটি সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আদালতে ৫ বছরের সাজা দেওয়া হলো। সুবিচারের প্রত্যাশায় উচ্চ আদালতে গেলে সেখানে সাজা বৃদ্ধি করে ১০ বছর করা হলো। এ কেমন বিচার? জনগণ আর কোথায় যাবে?

বেগম খালেদা জিয়াকে অসুস্থ্য একজন জৈষ্ঠ্য নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি�