দৈনিক সংবাদ চিত্র প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ঢালিউড কিং সুপার স্টার শাকিব খান নির্মাতা ও প্রযোজক অনন্য মামুনের একটি ছবিতে অভিনয় করবেন। এই বিষয়ে অনন্য মামুন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটিতে শাকিব খানের অভিনয় করা নিয়ে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছেন। যদিও এই ছবিটির বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তাছাড়া ছবিটির নায়িকার নামও এখন পর্যন্ত ঘোষণা করেননি অনন্য মামুন। সঙ্গত কারণেই শাকিবিয়ানরা এখনও এই বিষয়ে কৌতূহলী হয়ে আছেন – আসলেই তাদের প্রিয়তারকা এই ছবিতে অভিনয় করেন কিনা, আর অভিনয় করলেও তার নায়িকা কে ? যদিও শাকিবের নায়িকা হিসেবে কয়দিন ধরে কয়েকজন বলিউডি নায়িকার নাম শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে, বলিউডের নায়িকা জেরিন খান হতে যাচ্ছেন অনন্য মামুনের নতুন ছবি ‘দরদ’ এর নায়িকা।একাধিক বিশ্বস্ত সূত্র বলছেন, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে। অনন্য মামুন এই বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যাই হোক না কেন, তা কয়েক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে এটির শুটিং শুরু হবে। একটানা বাংলাদেশ – ভারতে একসঙ্গে মুক্তি পাবে দরদ ছবিটি।গেলো ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটির এখনো বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।