মোহাম্মদ জাকির হোসেন,বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামের দুই সন্তানের জননীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল ছালাম হাওলাদার(৪২)’র বিরুদ্ধে।পাষন্ড ওই স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগষ্ট সোমবার দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী কারিমা বেগম(২৬)কে চায়না পাইপ লাইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পাশ্ববর্তী খালে চুবিয়ে নৃশংস ভাবে হত্যা করে। নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
বানারীপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত মুমিন উদ্দিন জানান খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং নিহত কারিমাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পোস্টমর্টেমে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।