মোঃ আজগার আলী, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা দেবহাটা উপজেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে আগষ্ট মঙ্গলবার ২০২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, নাশকতা, মানবপাঁচার, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ক সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এ সময় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মতিন বকুল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা ইমাম পরিষদে সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ভাতশালা, দেবহাটা, টাউনশ্রীপুর শাখরা বিজিবি ক্যাম্পের কমান্ডার প্রমুখ।