মোঃউজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে এস.টি ডব্লিউ ডিপটিউবওয়েলে সংযোগ প্রদানকালে আদিবাসী সহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা উপজেলার জগৎনগর মৌজার জয়জয়পুর এলাকায় স্যালো টিউবওয়েল ওয়াটার (এসটি ডব্লিউ) বা অগভীর নলকূপে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান কর্তৃক সংযোগ প্রদান কালে বিদ্যুতায়িত হয়ে মারা যান জয়জয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মোতাব্বের রহমান মনা (৩৫) ও একই গ্রামের আদিবাসী মৃত ¬¬-সোম মরমুর ছেলে সামসুন মুরমু (৫৫)। এ সময় মৃত মোতাব্বের রহমান মনার ছোট ভাই আব্দুল্লাহ আল রাফিকে গুরুত্বর অবস্থায় রামেকে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া মৃতের বাবা দুলাল হোসেনও আহত হয়ে ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে
পল্লী বিদ্যুতের ধামইরহাট জোনাল অফিসের ডি.জি.এম এস এম মোস্তাফিজুর রহমান বলেন, অগভীর নলকূপে সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর নিহতরা ঘরের টিনের চালা ঠিক করতে গিয়ে, আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যায়, যা দুঃখজনক।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম ও পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।