এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

যতোদিন বাঙালির অস্বাভাবিক প্রলুব্ধতা থাকবে, ততোদিন এভাবেই ফুলেফেঁপে উঠবে ডেস্টিনি, ইউনিপেটু, স্পীক এশিয়া, এনেক্স ওয়ার্ল্ডওয়াইড, ই-ভ্যালি, MTFE – এর মতো বারংবার মোড়ক বদলে আসা ই-কমার্স নামধারী এই এমএলএম স্ক্যামগুলো।

১১ হাজার কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এমটিএফইসুলতান আহমেদ, ঢাকা ১৯ আগস্ট, ২০২৩ ২৩:৪৮১১ হাজার কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এমটিএফইঅবৈধ অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিংয়ের মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। এবার ১১ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে অনলাইনভিত্তিক হায় হায় কোম্পানি এমটিএফই বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ। বিনিয়োগ খুইয়েছেন ৪০ লাখ গ্রাহক।

ঘরে বসেই লাখপতি! না, শুধু লাখপতি হওয়ার যুগ শেষ, স্বপ্ন এখন কোটিপতি হওয়ার। এ জন্য নতুন প্ল্যাটফর্মে বিনিয়োগ। তা-ও আবার যেনতেন প্রতিষ্ঠানে নয়, কানাডিয়ান কোম্পানিতে বিনিয়োগ; যারা কিপ্টোকারেন্সি ব্যবসা করে বিনিয়োগকৃত অর্থকে বানিয়ে দেবে কয়েক গুণ।

এখানেই শেষ নয়, কাউকে বিনিয়োগ করাতে পারলে পাওয়া যাবে মোটা অঙ্কের কমিশন। তবে হায়, একি! যে কোম্পানিকে ঘিরে এত স্বপ্ন তার প্রতিষ্ঠাতা কিংবা পরিচালকদের দেখেনি কেউ। এমনকি কোম্পানিটির নেই কোনো কার্যকর ওয়েবসাইটও।

শুধু শুনে শুনে সেই কোম্পানিকে বিশ্বাস করেই প্রায় ১ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকা) বিনিয়োগ করেছেন প্রায় ৪০ লাখ গ্রাহক। ঠিক এমন পাতানো ফাঁদের নাম এমটিএফই বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ।

মনে রাখা জরুরী -সফলতার কোন শর্টকাট নেই; মেধা – সময় ও পরিশ্রমবিহীন উপার্জন উদ্বায়ী; আজ আছেতো কাল নেই। টাকা ইনকাম করতে প্রচুর সময় এবং কষ্ট করতে হবে। বাতাসের মাধ্যমে টাকা করা যায় না। জীবনে সফলতা অর্জন করা এত সহজ কাজ নয়। জীবনে সফল হতে গেলে আত্মবিশ্বাস প্রবল ইচ্ছে শক্তি থাকতে হবে। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কয়েকটি কথা মাথায় রাখতে হবে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে তাহলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ।