মাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ (জাওয়া) উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কমেলা খাতুন (৩৪) নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ওই নারী পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রামের আব্দুর রউফ খাঁর স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রামে অভিযান চালায় পুলিশের একটি টহলদল। পুলিশের উপস্থিতি টের পেলে কমেলা খাতুন পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে ওই নারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।